বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ সেলিম।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেন আনু ও সেলিমকে নাশকতায় মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানান বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি বলেন, গ্রেপ্তার দুই নেতাকে আদালতে পাঠানো হয়েছে।