নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ২০০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্টেডিয়াম রোড থেকে চিনিসহ ট্রাকটি জব্দ করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সীমান্ত থেকে অবৈধভাবে আনা ট্রাক ভর্তি চিনি কলমাকান্দা শহরের দিকে আসছে। এমন গোপন সংবাদে শহরে চেকপোস্ট বসিয়ে ওই গাড়ি তল্লাশি চালায় পুলিশ। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাকটি শহরের স্টেডিয়াম রোডে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে ও এতে থাকা ২০০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি জব্দ করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা চালকসহ কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ওসি।