হোম > সারা দেশ > নেত্রকোণা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ২৮ নেতা-কর্মী জেলহাজতে

নেত্রকোনা প্রতিনিধি

আসামিরা আজ আদালতে হাজিরা দিতে এলে তাঁদের কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ ২৮ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (১২ জানুয়ারি) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী দিদারুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মদন উপজেলার চানগাঁও গ্রামের শামছুল হক মদন পৌর শহরে দীর্ঘদিন ধরে একটি ফলের দোকান পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালের ২৩ এপ্রিল তাঁর দোকানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে মামলায় উল্লেখ করা আছে।

এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর শামছুল হক বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন।

ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে শর্তানুযায়ী আজ নেত্রকোনার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন