শেরপুরের নালিতাবাড়ীতে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী পৌর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বাদী হয়ে থানায় এ মামলা করেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—এএইচএম মোস্তফা কামাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ওয়াজ কুরুণী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র, ফজলুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ বকুল বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ যোগানিয়া ইউপি চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট সরকার পতনের পর অভিযুক্তরা নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়ের হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’