হোম > সারা দেশ > শেরপুর

পৌরসভা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, আ.লীগের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী পৌর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বাদী হয়ে থানায় এ মামলা করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—এএইচএম মোস্তফা কামাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ওয়াজ কুরুণী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র, ফজলুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ বকুল বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ যোগানিয়া ইউপি চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট সরকার পতনের পর অভিযুক্তরা নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়ের হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন