হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাঁরা জুয়াড়ি ও মাদক কারবারি।

গতকাল বুধবার রাতে উপজেলার তারানি এলাকা থেকে জুয়া খেলার সময় ৯ জন ও পৌর শহরের নালিতাবাড়ী বাজার এলাকা থেকে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

জুয়া খেলার সময় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালাকুমা এলাকার আকরাম হোসেন (২৫), আফজাল হোসেন (২৭), হুমায়ুন (৩২), তোফাজ্জল হোসেন (৩৪), তারানি এলাকার মামুন মিয়া (২৬), নুরুল হক (৩২), শাহ আলম (৩৮), শহিদুল ইসলাম (৩৫) ও সাইম মিয়া (২১)।

এদিকে মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর শহরের আড়াইআনী এলাকার সাবির হোসেন শান্ত (২৪) ও ফজলুল হকের ছেলে রবিউল হাসান (২৪)।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় তারানি এলাকায় একটি বসতঘর থেকে জুয়া খেলার সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌর শহরের আড়াইআনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন