হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার নূর আহম্মদ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ২৪৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশ কুমার দে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আহম্মদ (৩০)। তিনি মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। প্রতিদিনের মতো শনিবার ভোরে নূর আহম্মদ তাঁর নিজ বসতবাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। এদিকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে।

এ সময় তাঁর কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে নূর আহম্মদকে মদন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা দেবাংশ কুমার দে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকের বিশেষ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ