নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ২৪৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশ কুমার দে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আহম্মদ (৩০)। তিনি মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। প্রতিদিনের মতো শনিবার ভোরে নূর আহম্মদ তাঁর নিজ বসতবাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। এদিকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে।
এ সময় তাঁর কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে নূর আহম্মদকে মদন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ কর্মকর্তা দেবাংশ কুমার দে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকের বিশেষ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।