হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় বাস থেকে মাদক জব্দ, আটক ২

নেত্রকোনা প্রতিনিধি

আটক দুই যুবক। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় বাসে তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা-ঢাকা মহাসড়কের বাহাদুরকান্দায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বাধীন যৌথবাহিনী। এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসে লুকানো ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা পাওয়ার পর সংশ্লিষ্ট ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন