হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতীতে এক সপ্তাহের ব্যবধানে আরেক ইজিবাইক চালকের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

এক সপ্তাহের ব্যবধানে শেরপুরের ঝিনাইগাতীতে শাহ আলম (৩৫) নামের আরেক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া এলাকার কুরুয়া বাজারগামী সড়কের পাশের ধানখেত থেকে লাশ উদ্ধারের এই ঘটনা ঘটে। 

নিহত শাহ আলম পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়ালেকান্দা গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া। তিনি বলেন, ‘খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহ আলমকে শ্বাসরোধে হত্যার পর ধানখেতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।’ 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঝিনাইগাতীর রাংটিয়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আরব আলী নামে এক অটোরিকশাচালককে হত্যা করে দুর্বৃত্তরা। ২ অক্টোবর তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার রাতে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন শাহ আলম। ওই রাতে তিনি বাড়িতে ফেরেননি। আত্মীয়স্বজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। 

এদিকে আজ সকালে ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া এলাকায় ধানখেতের পানিতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাশের গলায় দড়ি প্যাঁচানো ছিল। পরে পরিবারের লোকজন লাশটি শাহ আলমের বলে শনাক্ত করেন। 

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগমসহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এক সপ্তাহের ব্যবধানে দুটি লাশ উদ্ধারের বিষয়ে শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। আশা করছি দ্রুতই তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ছাড়া ইজিবাইক চালকদের সতর্কতার সঙ্গে রাতে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

গত ৩০ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় আরব আলী নামের এক অটোরিকশা চালককে খুন করে তাঁর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই হত্যার ঘটনায় জড়িত ও অটো কেনাবেচা চক্রের ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন