নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনে লোকনাট্যের নামে নারীদের ‘অশ্লীল’ নৃত্য পরিচালনার অভিযোগে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া। গতকাল রোববার রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারের এ যাত্রাপালা অনুষ্ঠান বন্ধ করা হয়।
লোকনাট্যের অনুমোদন নিয়ে বলাকা শিল্পগোষ্ঠী নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। তবে যাত্রার নামে সেখানে নারীদের অশ্লীল নৃত্য চলতে থাকে। খবর পেয়ে ইউএনও মো. শাহ আলম মিয়া গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আরিফ, মদন থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খানসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বলাকা শিল্পগোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারের লোকনাট্যের অনুমোদন দেয় প্রশাসন। গত ১৮ এপ্রিল থেকে অনুষ্ঠান শুরু হয়। কিন্তু লোকনাট্যের নামে চলছিল নারীদের অশ্লীল নৃত্য। এর আড়ালে চলছিল জুয়া ও মাদকের ছড়াছড়ি। এমন সংবাদ পেয়ে রোববার রাত ১২টার দিকে অনুষ্ঠান স্থলে যান ইউএনও মো. শাহ আলম মিয়া। যাত্রাপালার নামে অসামাজিক কর্মকাণ্ডের সত্যতা পেয়ে তাৎক্ষণিক অনুষ্ঠান বন্ধ করে দেন তিনি। এ সময় আয়োজকেরা গা ঢাকা দেন।
এদিকে যাত্রাপালা বন্ধের পর থেকে একটু আড়ালে চলে যাওয়ায় বলাকা শিল্পগোষ্ঠীর কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘নির্ধারিত শর্তে বাররী বাজারের পাশে লোকনাট্য করবে বলে অনুমোদন নেয় বলাকা শিল্পগোষ্ঠী। কিন্তু শর্ত ভঙ্গ করায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।’