হোম > সারা দেশ > জামালপুর

পাচারের উদ্দেশ্যে মজুত করা ২৭৫ বস্তা সার জব্দ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৭৫ বস্তা সার ও বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলামের নেতৃত্বে ও মডেল থানার পুলিশের সহযোগিতায় চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড়ের সুলাইমানের দোকান থেকে সার ও কীটনাশক জব্দ করা হয়।

জব্দকৃত সারের মধ্যে ১২৫ বস্তা ইউরিয়া, ১২৬ বস্তা ডিএপি, ১২ বস্তা এমওপি, ১২ বস্তা টিএসপি সার রয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ করা হয়। সার মজুত রাখার ঘটনায় অভিযুক্ত সুলাইমান পলাতক রয়েছেন। তিনি বিভিন্ন জায়গা থেকে সার মজুত করে রাতের আঁধারে বগুড়ার সারিয়াকান্দিতে পাচার করত বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।

শাহাদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড়ে সুলাইমানের দোকানে অভিযান চালিয়ে ২৭৫ বস্তা সার ও বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ করি। অভিযানের সময় অভিযুক্ত সুলাইমানকে পাওয়া যায়নি।’

মো. শাহাদুল ইসলাম আরও জানান জব্দকৃত সার ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। আর এ থেকে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন