Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করায়’ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

মেলান্দহ ও মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

‘প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করায়’ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৭টার দিকে জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ জীবন আক্তার ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। এই ঘটনা পর থেকেই স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। 

জীবন আক্তারের বাবার বাড়ি উপজেলার জাংগালীয়া এলাকায়। তিনি ওই এলাকার প্রবাসী করিমোজ্জামানের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে প্রতিবেশী ফজলু প্রামাণিক দীর্ঘদিন ধরে চলাচল করেন। ফজলু প্রামাণিকের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকাই তাঁরা শফিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে চলাচল করতেন। সেখান দিয়ে চলাচলে শফিকুল ইসলামের আপত্তি না থাকলেও জীবন আক্তার প্রায় সময় তাঁদের নিষেধ করায় কথা–কাটাকাটি হয়। এ নিয়ে ফজলু প্রামাণিকের স্ত্রীর সঙ্গে জীবন আক্তারের ঝগড়া বিবাদ হতো। 

আজ রোববার সকালে আবার প্রতিবেশীর সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে ঝগড়া বিবাদ শুরু করলে একপর্যায়ে জীবন আক্তারের পিঠে ও গলায় ছুরিঘাত করেন শফিকুল ইসলাম। রক্তক্ষরণ শুরু হলে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুপুর ১২টার দিকে মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্বামী শফিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে চালককে হত‍্যা করে অটোরিকশা ছিনতাই

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

শিক্ষকের মানহানির প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘এমন কোনো দিন নাই দুয়েকটা গাড়ি উইলডেয়া পড়ে না’

ঘিয়ে ভাজা টক-মিষ্টি জিলাপি

১ হাজার রেখে ঘুষের বাকি টাকা ফেরত দিল পুলিশ

ময়মনসিংহে ধর্ষণবিরোধী মিছিলে বৈষম্যবিরোধীদের হামলা, আহত ৩

গোটালি মাছের কৃত্রিম প্রজননে বিএফআরআই বিজ্ঞানীদের সফলতা

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পশুর হাটে হামলা-লুটপাটের অভিযোগ