হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, দেবর-শ্বাশুড়ি আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক গৃহবধূ। এ সময় আহত হয়েছে তাঁর সাড়ে তিন বছরের সন্তান আলিফ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দেবর ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। 

নিহত রানু আক্তার (৩৫) উপজেলার কুমারকান্দা গ্রামের খোকন মিয়ার স্ত্রী। আটকেরা হলেন উপজেলার কুমারকান্দা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী রাবিয়া বেগম (৫৫) ও তার ছেলে সুজন আহমেদ (৩০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বেশকিছু দিন ধরে খোকন মিয়ার সঙ্গে তার ভাইয়ের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ভাবি রানু আক্তারকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সুজন। এতে ঘটনাস্থলেই রানু আক্তার মারা যান। 

এ সময় রানু আক্তারের সঙ্গে থাকা সাড়ে তিন বছরের শিশু সন্তান আলিফও আহত হয়। তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনার পরপরই সুজন ও তার মা রাবিয়া বেগমকে আটক করে পুলিশ। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ত্রিশাল বাসস্ট্যান্ড: অবৈধ যান ও বাজারে যানজট মহাসড়কে

দাবি না মানলে ২৮ জানুয়ারি ট্রেন বন্ধ করে কর্মবিরতি

শেরপুরের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে

ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

সেকশন