নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক গৃহবধূ। এ সময় আহত হয়েছে তাঁর সাড়ে তিন বছরের সন্তান আলিফ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দেবর ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহত রানু আক্তার (৩৫) উপজেলার কুমারকান্দা গ্রামের খোকন মিয়ার স্ত্রী। আটকেরা হলেন উপজেলার কুমারকান্দা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী রাবিয়া বেগম (৫৫) ও তার ছেলে সুজন আহমেদ (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বেশকিছু দিন ধরে খোকন মিয়ার সঙ্গে তার ভাইয়ের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ভাবি রানু আক্তারকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সুজন। এতে ঘটনাস্থলেই রানু আক্তার মারা যান।
এ সময় রানু আক্তারের সঙ্গে থাকা সাড়ে তিন বছরের শিশু সন্তান আলিফও আহত হয়। তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনার পরপরই সুজন ও তার মা রাবিয়া বেগমকে আটক করে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।