হোম > সারা দেশ > শেরপুর

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারত-বাংলাদেশের রপ্তানিকারকেরা। 

আজ রোববার থেকে প্রায় ১০ দিনের জন্য ভারত সীমান্তে বাংলাদেশের সঙ্গে সড়ক পথ সংস্কার কাজের জন্য আমদানি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, ওই সড়ক দিয়ে ভারত ও ভুটান থেকে ভারী ট্রাকে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় মালবাহী ভারী ট্রাক যাতায়াত ব্যাহত হচ্ছিল। সংস্কার কাজ শেষ হতে প্রায় ১০ দিন সময় লাগবে। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই আগামী ১০ দিন ভারত থেকে সকল ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। 

এ বিষয়ে জানতে চাইলে নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারত সীমান্তে তুরা ও ডালু এলাকার সড়ক পথ সংস্কারের কারণে আগামী ১০ দিনের জন্য পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন