সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাসের মুক্তির দাবিতে নেত্রকোনার খালিয়াজুরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে খালিয়াজুরী প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজ ও খালিয়াজুরী উপজেলা অনলাইন প্রেস ক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সুনামগঞ্জের শাল্লায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর করা মিথ্যা মামলায় আটক ঝুমন দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সাগর সরকার জয়ের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি তারাপ্রসন্ন দেবরায় ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাস, খালিয়াজুরী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক স্বাগত সরকার শুভ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেবরায়, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রান্তোষ সামন্ত, বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মণ, অমলেন্দু দেবরায়, বাংলাদেশ হিন্দু মহাজোট খালিয়াজুরী শাখার আহ্বায়ক অঞ্জন সরকার, কাজল মজুমদার প্রমুখ।