হোম > সারা দেশ > নেত্রকোণা

ফুপুর বাড়ি বেড়াতে এসে বাসচাপায় প্রাণ গেল শিশুর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ফুপুর বাড়ি বেড়াতে এসে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকালে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু নাম ছোয়ামনি (৮)। সে ময়মনসিংহের কোতোয়ালি থানার বাঘেরকান্দা গ্রামের সাখাওয়াত উল্লাহর মেয়ে। সেখানকার এক মাদ্রাসার ছাত্রী। 

স্থানীয় ও নিহতের স্বজনের সূত্রে জানা গেছে, পূজার ছুটিতে গত শনিবার দাদি রেহেনা বেগমের সঙ্গে ধারাপাড়া গ্রামে ফুপুর বাড়িতে আসে ছোয়ামনি। সকালে তার ফুপুর বাড়িসংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সড়কের পাশের বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল ছোয়ামনি। এ সময় সীমান্তবর্তী মহেষখলা থেকে ঢাকাগামী একটি বাস ছোয়ামনিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকাবাসী বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মো. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার