Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

৯ বছর আগে খুঁটি বসালেও এখনও দেয়নি বিদ্যুৎ সংযোগ

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

৯ বছর আগে খুঁটি বসালেও এখনও দেয়নি বিদ্যুৎ সংযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের কদম দেউলি কমিউনিটি ক্লিনিক ২০১১ সালে তৈরি হয়। ক্লিনিক তৈরির সময় ঠিকাদার বিদ্যুৎ এর জন্য আবেদন করেন। তখন বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুতের খুঁটি ও সার্ভিস তার লাগিয়ে দিয়ে যায়। কিন্তু সার্ভিস তার লাগানোর নয় বছর পরও দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। ফলে প্রতিনিয়ত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। 

কদম দেউলি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নোবেল চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ' ২০১২ সালে কদম দেউলি কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম শুরু হয়। আমি ক্লিনিকটিতে ২০১৩ সালে যোগদান করি। আমি যোগদানের পর বিদ্যুৎ সংযোগ দেওয়া জন্য আবেদন করি। এত বছর চলে গেলেও বিদ্যুৎ সংযোগ আমরা পায়নি। এরই মধ্যে ২০১৪ সালে ক্লিনিকের পানি সরবরাহের জন্য কেনা মোটরটিও চুরি হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় আরও একবার ক্লিনিকের চেয়ার টেবিল চুরি হয়ে যায়। ক্লিনিকটিতে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন সেবা গ্রহণ করেন। এই ক্লিনিকের সেবার আওতায় আছেন ছয় হাজার মানুষ। তাই সেবা নিতে আশা শিশু, গর্ভবতী সহসাধারণ মানুষেরা চরম দুর্ভোগের শিকার হন। এ ছাড়া আমরা যারা সেবা দেই তারাও গরমের কারণে অস্বস্তি বোধ করি। পাশাপাশি ক্লিনিকে বিদ্যুৎ না থাকায় দাপ্তরিক কাজেও সমস্যা হচ্ছে।' 

এই ক্লিনিকে নিয়মিত সেবা নিতে আসা রহিমা আক্তার বলেন, 'এই ক্লিনিকে বিদ্যুৎ নাই। তাই চিকিৎসা সেবা নিতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। কেউ বাথরুমে গেলে পানি ব্যবহার করতে পারে না, পানি খাইতেও পারি না। যদি বিদ্যুৎ আইসা যাইত, তাইলে অনেক উপকার হতো।' 

এ বিষয়ে দেউলি গ্রামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী রিদয় বলেন, 'ক্লিনিকটিতে বিদ্যুতের খুঁটি ও সার্ভিস তার লাগানোর পর অনেক দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কোন সংযোগ দেওয়া হয়নি। আমরা আশা করি নতুন ইউএনও দ্রুত এই সমস্যাটার সমাধান করবেন।' 

কদম দেউলি গ্রামের বাসিন্দা ও বারহাট্টা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এমদাদুল হক মিলন আজকের পত্রিকাকে বলেন, 'ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা এলাকাবাসীরা অনেক চেষ্টা করেছি।' 

বারহাট্টা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, 'এটা উপজেলা প্রশাসন দেখবে। আর উপজেলা প্রশাসন বলেছে এটা স্বাস্থ্য কর্মকর্তা দেখবে। এসব করেই সময় গেছে। বিদ্যুৎ সংযোগ আর দেওয়া হয়নি। এখন আমার পক্ষ থেকে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ, তিনি যেন ছয় হাজার মানুষের কষ্ট লাগবে সাহায্য করেন।' 

কেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি বিষয়টি জানার জন্য বারহাট্টা পল্লি বিদ্যুৎ এর ইঞ্জিনিয়ার ধর্মেন্দু শেখর এর নম্বরে ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'প্রতিষ্ঠার পর থেকে বিদ্যুৎ না থাকায় কমিউনিটি ক্লিনিকটিতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। আমি যত দ্রুত সম্ভব ক্লিনিকটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করব।'

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর