Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

আটপাড়ায় গাঁজাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

আটপাড়ায় গাঁজাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার আটপাড়ায় গাঁজাসহ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার। এ সময় আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নেহারা গ্রামের হ‌ুমায়ূন কবিরের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে কাশেম এবং আটপাড়া উপজেলার বাউসা গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে মো. ইছহাক মিয়া (১৯)।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া উপজেলার কুট্টাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সমাজ-সহিলদেও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বলেন, হাবিবুর রহমান ওরফে কাশেম সমাজ-সহিলদেও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিল। কিছুদিন আগে কমিটি ভেঙে দেওয়া হয়। পরে আর কোনো নতুন কমিটি করা হয়নি। গতকাল বিকেলে গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের উপপরিদর্শক বলেন, গ্রেপ্তারকৃত দুজনই পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন থেকে তাঁরা আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছেন। গতকাল তাঁদের গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য