হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে শ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতির মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

চলাচলের পথে বাঁশের বেড়া দেওয়া নিয়ে শ্যালক ও ভগ্নিপতির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ছবি: সংগৃহীত

বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মজিবুর রহমান (৬০)। তিনি কালিনগর গ্রামের মৃত মেরু মিয়ার ছেলে। অভিযুক্ত ইউনুস আলী (৩৫) একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, পৌরশহরের কালিনগর মহল্লায় পাশাপাশি বাড়ির বাসিন্দা মজিবুর রহমান ও তাঁর শ্যালক ইউনুস আলী। ইউনুসের স্ত্রী তিন বছর আগে দুই মেয়ে ও এক ছেলে নিয়ে কাজের সন্ধানে ঢাকায় চলে যান। এরপর থেকে ইউনুস একাই বাড়িতে বসবাস করতেন।

গতকাল দুপুরে ইউনুস বাড়ির আঙিনার ওপর দিয়ে মানুষের চলাচল বন্ধে বাঁশের বেড়া দিতে যান। এ সময় তাঁর দুলাভাই মজিবুর বেড়া দিতে নিষেধ করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউনুস লোহার শাবল দিয়ে মজিবুরের মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। মজিবুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। বিকেলে মজিবুরকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নিতে বলেন কর্তব্যরত চিকিৎসক। শেরপুর নেওয়ার পথে মজিবুরের মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে রাত ৯টার দিকে মজিবুরের লাশ উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে যায়। অন্যদিকে ঘটনার পরপর পালিয়ে যান ইউনুস আলী। আজ শুক্রবার সকালে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ইউনুসকে আটক করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন