হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. ওয়ারেছ আলী শেখ নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব তাঁকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়ারেছ আলী শেখকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ারেছ আলী শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ পলাশকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘ওয়ারেছ আলী শেখ দলের বলিষ্ঠ নেতা। তাঁর মতো দক্ষ নেতার দলের প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ থাকায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত ওয়ারেছ আলী শেখ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমাকে প্রতিহিংসার বশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন