Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

জামালপুরের ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. ওয়ারেছ আলী শেখ নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব তাঁকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়ারেছ আলী শেখকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ারেছ আলী শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ পলাশকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘ওয়ারেছ আলী শেখ দলের বলিষ্ঠ নেতা। তাঁর মতো দক্ষ নেতার দলের প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ থাকায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত ওয়ারেছ আলী শেখ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমাকে প্রতিহিংসার বশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’

১৩ মাস পর যমুনায় সার উৎপাদন শুরু

ভালুকায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

নকলায় ধর্ষণের আসামিকে ছিনিয়ে নিয়ে বিচার করতে থানা ঘেরাও

মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে: বাবর

শেরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

এসপিবিকের অনিয়ম: ধারের শিক্ষার্থী দেখিয়ে অর্থ লোপাট

র‍্যাম্পে হাঁটল ১৩০ বিড়াল

১০ পার্সেন্ট ভোট পেলে স‍্যালুট দেব: জামায়াতের উদ্দেশে বিএনপি নেতা ফজলুর

বিদ্যালয়ের কমিটি নিয়ে সংঘর্ষ, অভিভাবক সদস্য নিহত

নান্দাইলে স্বাস্থ্য কর্মকর্তার বদলি ঠেকাতে মানববন্ধন