হোম > সারা দেশ > নেত্রকোণা

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় চাঁদাবাজির মামলায় কৃষক দলের নেতা ফজল হককে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠিয়েছে।

এর আগে সোমবার শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাঁকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবি (পশ্চিম) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।

গ্রেপ্তার ফজল হক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন ধলামূলগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার পাটলী গ্রামের তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ফজল হকের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন। পরে আদালত পূর্বধলা থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। আজ (মঙ্গলবার) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধলামূলগাঁও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডা. রতন মিয়া বলেন, গ্রেপ্তার ফজল হক ও মামলার বাদী একই বাড়িতে বসবাস করেন। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে কৃষক দলের নেতা ফজল হককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন