জামালপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আজ শহরের দয়াময়ী চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় ছাত্রলীগ নেতা সন্দেহে একজনকে আটক করে পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা শহরের প্রধান সড়ক অবরোধ থাকায় যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।
এর আগে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে শিক্ষার্থীদের একটি মিছিল বের করে দয়াময়ী চত্বরে যায়।
আন্দোলনকারীরা বলেন, ৫ আগস্টের পর জেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন স্থানে দেয়াললিখন, বৈষম্যবিরোধী আন্দোলনের চিত্র মুছে ফেলাসহ প্রায় সময় ঝটিকা মিছিল হচ্ছে। এর প্রতিবাদে আজ শহরের দয়াময়ী চত্বর অবস্থান নিয়ে বিক্ষোভ করা হচ্ছে।
তাঁরা বলেন, জামালপুরে আওয়ামী লীগের কোনো রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা হচ্ছে না। পক্ষান্তরে কোর্ট থেকে আসামিদের দ্রুত জামিন দেওয়া হচ্ছে।
এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তাঁরা।
বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যসচিব সৌরভ আবিদ বলেন, ‘বিভিন্ন সময় আমরা দেখেছি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে, দুই দিন আগেও দিনের বেলায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। প্রশাসন আগামীকাল আমাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছে।’ তিনি বলেন, ‘প্রশাসন আসামিদের দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেয়। পরে সবাই সড়ক ছেড়ে দেয়।’
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ‘আমরা শিক্ষার্থী ও নেতা-কর্মীদের বলেছি, আগামীকাল একটি বৈঠকের আয়োজন করেছি। এ ছাড়া আসামিদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের চেষ্টা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এমন আশ্বাসে সড়ক থেকে তারা উঠে যায়।’