Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় ঐতিহ্যবাহী মোরগ লড়াই, কিং ও কোবরা বিজয়ী

পাবনা প্রতিনিধি

পাবনায় ঐতিহ্যবাহী মোরগ লড়াই, কিং ও কোবরা বিজয়ী

প্রতিবছরের মতো এবারও পাবনার ভাঙ্গুড়ায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মোরগ লড়াই। আর এই মোরগ লড়াইকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন উৎসুক জনতা। আজ বৃহস্পতিবার ঈদের দিন সকালে উপজেলার কলেজপাড়া মোড়ে এই মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। হিরো খানের কিং ও কোবরা নামের দুটি মোরগ এ লড়াইয়ে বিজয়ী হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ১০০টি মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল। 

সরেজমিন দেখা যায়, প্রতিবার দুটি করে মোরগ লড়াইয়ে অংশ নেয়। কয়েক মিনিট ধরে নানাভাবে লড়াই চলতে থাকে। লড়াইয়ের একপর্যায়ে পরাজিত মোরগগুলো একে একে তার মালিকের কাছে ফিরে যায়। বিজয়ী মোরগগুলোকে কোলে নিয়ে মালিকেরা উল্লাস করতে থাকেন। 

শিক্ষার্থী ও শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ দেখতে এসেছিলেন মোরগ লড়াই। কয়েক ঘণ্টার জন্য এই আনন্দে মেতে ছিলেন দর্শনার্থীরা। বিভিন্ন গ্রামের শত শত উৎসুক জনতা এই মোরগ লড়াই দেখতে আসেন। প্রতিযোগিতামূলক এই লড়াইয়ে অংশ নেওয়া মোরগের মালিকেরাও খুশি। 

ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, হাফিজ আল-আফ্রিদী, মেহেদী হাসানসহ বেশ কয়েজন দর্শনার্থী জানান, বিভিন্ন সময়ে মোরগ লড়াইয়ের কথা শুনলেও তাঁরা এই প্রথম মোরগের লড়াই দেখতে এসেছেন। লড়াই চলাকালে একটি মোরগ অপর একটি মোরগকে নানা কৌশলে পরাস্ত করেছে। লড়াইয়ে অংশ নেওয়া প্রতিটি মোরগই বিজয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ঘণ্টাব্যাপী কয়েক রাউন্ডের এই লড়াই দেখে তাঁরা আনন্দ উপভোগ করেছেন। বিভিন্ন এলাকায় এ ধরনের মোরগ লড়াই আয়োজনের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। মোরগ লড়াই প্রতিযোগিতা শেষে হিরো খানের কিং ও কোবরা নামের দুটি মোরগ বিজয়ী হয়। 

আয়োজকের পক্ষে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া কলেজপাড়া এলাকার প্রবীণ ব্যক্তি আজমত আলী প্রামাণিক বলেন, ‘একসময় গ্রামগঞ্জের ঐতিহ্য ছিল মোরগ লড়াই। কিন্তু এ ধরনের প্রতিযোগিতা এখন খুব একটা দেখা যায় না। ভবিষ্যতেও এ খেলার আয়োজন করা হবে।’

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

জ্বালানি খাত জিম্মি করছেন আওয়ামী লীগের নেতারা

বগুড়ায় অপসারণের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ

মন্দিরে দুই দফায় ভাঙচুর, যুবদল নেতা আটক

আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে মা নিহত