হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পাওনা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

পাওনা টাকা চাওয়ায় রাজশাহীতে এক মুরগি ব্যবসায়ীকে মারধরের পর ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজু আহমেদ নামের এক ব্যবসায়ী এই অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে রাজু আহমেদ বলেন, গত মঙ্গলবার ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে তিনি নগরের কাশিয়াডাঙ্গা কলেজ মোড় এলাকায় অপর ব্যবসায়ী ফারুক হোসেনের সঙ্গে দেখা করতে যান। তিনি ফারুকের কাছে ২০ লাখ ৩১ হাজার ৫০০ টাকা পাবেন। সেই টাকা চাইলে ফারুক ১৫-২০ জন লোক নিয়ে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে রাজুকে বেধড়ক মারধর করে তাঁর কাছে থাকা প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এরপর স্থানীয়রা রাজু আহমেদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ দুই দিন তিনি হাসপাতালে ছিলেন। এখন তিনি থানায় অভিযোগ করবেন। অভিযোগের বিষয়ে কথা বলতে আরেক ব্যবসায়ী ফারুক হোসেনের মোবাইলে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার