হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ধরে এনে পুলিশে দিল যুবদল

নাটোর প্রতিনিধি 

রিয়াজুল ইসলাম মাসুম। ছবি: সংগৃহীত

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদ্য সাবেক এই নেতাকে পাবনার ঈশ্বরদী উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন যুবদলের নেতারা।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। তিনি নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে। গত ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হয়ে তিনি নাটোর ছাড়েন।

রাতেই সদর থানা চত্বরে জেলা যুবদলের প্রচার সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘আমাদের কিছু ছেলে বৃহস্পতিবার বিকেলে পাবনার হার্ডিঞ্জ ব্রিজের নিচে অবস্থান করছিল। তারা এ সময় দেখতে পায় মাসুম কিছু লোককে সঙ্গে নিয়ে বসে কথা বলছে। ছেলেরা আমাদের জানালে সন্ধ্যায় একটি মাইক্রোবাস নিয়ে আমরা সেখানে গিয়ে মাসুমকে ধরে ফেলি। এরপর তাকে এনে পুলিশে সোপর্দ করি।’

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন, হত্যাসহ সাতটি মামলা রয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হবে।

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা আমলের স্লোগান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

লিটনের পরিত্যক্ত বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি

রাজশাহীতে ৮ দফা দাবিতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহীর সাংবাদিক জামি রহমানের মৃত্যু

যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে: আইজিপি

সেকশন