Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে রিয়াদ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। 

জানা যায়, রিয়াদ সদর ইউনিয়নের কাঁকফো গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং জিগরী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 
 
প্রতিবেশীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রিয়াদ প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। পরে ৮টার দিকে তার নিজের বাড়ি থেকে ১০০ গজ দক্ষিণ-পূর্ব কর্নারে বাগাতিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মজিবর রহমানের পুকুরের পানিতে দেখতে পান স্থানীয়রা। পুকুর থেকে দ্রুত তাকে তুলে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, রিয়াদ সাঁতার জানত না, আবার মৃগীরোগীও ছিল। সে কারণে হয়তো পানিতে ডুবে গেছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে মরদেহ নাটোর সদর হাসপাতালে রয়েছে, তাই সদর থানা পরবর্তী পদক্ষেপ নেবে।’

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা