Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নলডাঙ্গায় বাধার মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ১ জুলাই পর্যন্ত স্থগিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নলডাঙ্গায় বাধার মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ১ জুলাই পর্যন্ত স্থগিত

বাধার মুখে নাটোরের নলডাঙ্গা বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দখলমুক্ত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। পরে নলডাঙ্গা পৌরসভার মেয়রের মধ্যস্থতায় আজ বৃহস্পতিবার সকালে চালানো এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।

এদিকে অবৈধ স্থাপনা দখলদারের নিজ খরচে অপসারণ করার লিখিত চুক্তিপত্র করা হয়। সে অনুযায়ী দখলদাররা তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করলে পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে পাউবো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাড়ে পাউবোর অধিগ্রহণ করা জায়গায় বাড়ি, দোকান ঘরসহ অন্তত ৪০টি স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিল কিছু লোক। স্থানীয় কিছু বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নেয় নাটোর পাউবো কর্তৃপক্ষ। এসব স্থাপনা অপসারণে নোটিশ ও মাইকিং করা হয়। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানের নেতৃত্বে সেই দখলি জমি উদ্ধারে গেলে বাধা দেওয়া হয়। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর দুপুরে পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের মধ্যস্থতায় আসন্ন কোরবানি ঈদ পর্যন্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।

নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান বলেন, আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে জনগণের দাবির মুখে নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে মানবিক বিবেচনায় এ উচ্ছেদ অভিযান ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এসব অবৈধ স্থাপনা অপসারণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তা না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদাররা বাধা দেয়। এ সময় নলডাঙ্গা পৌর মেয়রের মধ্যস্থতায় ১ জুলাই পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। এর মধ্যে দখলদাররা নিজ খরচে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করবে বলে অঙ্গীকার করে। কিন্তু এ সময়ের মধ্যে এসব স্থাপনা অপসারণ করা না হলে ১ জুলাইয়ের পর উচ্ছেদ অভিযান চালানো হবে।

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা

ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবা, উচ্ছ্বসিত হয়ে কাছে যেতেই প্রাণ গেল শিশুর

রিকশাচালককে জুতাপেটা করে বরখাস্ত হলেন সমাজসেবা কর্মকর্তা

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ