হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাতুল সম্রাট (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সম্রাট পাবনা জেলার আটঘরিয়া থানার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। আহত মেহেদী হাসান হৃদয় (২৫) কুমিল্লার নাঙ্গলকোট থানার কদমতলী গ্রামের মফিজুর রহমান ছেলে। 

মেহেদী হাসান হৃদয় বলেন, ‘সাজ্জাতুল সম্রাট আমার বন্ধু। ঢাকার মিরপুর ১ এ আমরা ব্যবসা করি। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ ২১-২০১১) মালিক সম্রাট। সকালে আমি নিজে প্রাইভেট কার চালিয়ে সম্রাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। বেলা ১টার দিকে একটি হোটেলে খাওয়া-দাওয়া করে সম্রাট গাড়ি চালাচ্ছিল।’ 

‘রয়না পেট্রলপাম্প এলাকায় পৌঁছালে একটি ছাগল প্রাইভেট কারের সামনে চলে আসে। ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার রাস্তার গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করে।’ 

প্রত্যক্ষদর্শী মতিউর রহমান বলেন, ‘আমি একটি পিকআপ গাড়ির চালক। প্রাইভেট কারটি অতিরিক্ত গতিতে চলছিল। আমার সামনেই চারবার উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আমি তাঁদের উদ্ধার করে আমার গাড়িতে করেই হাসপাতালে ভর্তি করাই।’ 

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি প্রাইভেট কারের চালক ও মালিক। গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন