হোম > সারা দেশ > রাজশাহী

হঠাৎ অনুষ্ঠান বন্ধ করায় ক্ষুব্ধ দর্শকদের মঞ্চ-চেয়ার ভাঙচুর

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে গতকাল শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করায় উত্তেজিত দর্শক চেয়ারসহ মঞ্চের যন্ত্রপাতি ভাঙচুর করে। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুরে কৃতী ব্যক্তিদের সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় কিছু দর্শক চেয়ার, মঞ্চসহ যন্ত্রাংশ ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে ডেকোরেটর ও সাউন্ড সিস্টেমের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, জয়পুরহাটের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে কৃতী সংবর্ধনার আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলাবাসীর ব্যানারে ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা এবং সঞ্চালনা করেন যমুনা টিভির জয়পুরহাট প্রতিনিধি আব্দুল আলিম। সংবর্ধনা শেষে সন্ধ্যার পর দেশের বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে ‘বাগধারা’ ব্যান্ড রাত সাড়ে ১০টায় পরিবেশনা করবে। তবে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করায় ক্ষুব্ধ দর্শকেরা বাঁশের ব্যারিকেড ভেঙে চেয়ার ও মঞ্চের যন্ত্রাংশ ভাঙচুর করে।

হঠাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করায় উত্তেজিত দর্শক চেয়ারসহ মঞ্চের যন্ত্রপাতি ভাঙচুর করেন। ছবি: আজকের পত্রিকা

মণ্ডল ডেকোরেটরের মালিক আব্দুল আলিম বলেন, ‘এ ঘটনায় আমার সাড়ে ৪০০ চেয়ারসহ সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) বলেন, ‘কৃতী সংবর্ধনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একটি ছোট ভুল-বোঝাবুঝির কারণে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হঠাৎ বন্ধ করায় উত্তেজিত দর্শক চেয়ারসহ মঞ্চের যন্ত্রপাতি ভাঙচুর করেন। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠান পরিচালনার প্রধান নয়ন হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজিত কিছু দর্শক ভাঙচুরে লিপ্ত হন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছু উত্তেজিত লোকজন চেয়ার ভাঙচুর করেছে। এটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত