হোম > সারা দেশ > রাজশাহী

রাবির অধ্যাপক ড. শামসুজ্জোহা মারা গেছেন 

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামী ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ফায়েক উজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে অধ্যাপক শামসুজ্জোহা এছামী বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর নিজ গ্রাম পাবনার চাটমোহরে দাফন করা হবে।

ড. শামসুজ্জোহা এছামী ২০০২ সালের ৩০ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০১৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এদিকে অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ