সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরের পানিতে ডুবে জীবন রায় (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদের সামনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।
জীবন রায় শাহজাদপুর উপজেলার বাগদিপাড়া গ্রামের দুলাল রায়ের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদের সামনে পুকুরে গোসল করতে নামেন জীবন রায়। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।