সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিখোঁজের তিন দিন পর শওকত সরকার নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর বিনানই নদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামছুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গত মঙ্গলবার ভোরে শওকত সরকার (৩০) তাঁর ভাই ও ভাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে নৌকায় করে বাড়ি ফিরছিলেন তাঁরা।
এ সময় হঠাৎ শওকত নৌকা থেকে পড়ে নদীতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর আজ (শুক্রবার) দুপুরের দিকে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।’