হোম > সারা দেশ > রাজশাহী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বগুড়ার তিন উপজেলায় আটক ২১ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় তিন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার বগুড়ার শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। 

আটক ব্যক্তিদের মধ্যে শেরপুরে ৬ জন, ধুনটে ৬ জন এবং নন্দীগ্রামে ৯ জন রয়েছে। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিভিন্ন কেন্দ্রের আশপাশে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৬ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, বিভিন্ন ভোটকেন্দ্র ও তার আশপাশে থেকে ৬ জনকে আটক করা হয়েছে। 

অপরদিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে আটক করে থানায় রাখা হয়েছে। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, প্রার্থীর এজেন্ট হিসেবে মোবাইল ফোন ব্যবহারসহ বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। ভোটগ্রহণ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ধরে এনে পুলিশে দিল যুবদল

বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা আমলের স্লোগান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

লিটনের পরিত্যক্ত বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি

সেকশন