Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ট্রাকচাপায় শিক্ষার্থীসহ নিহত ২ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ট্রাকচাপায় শিক্ষার্থীসহ নিহত ২ 

বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনা মৃতরা হলেন, দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান সাগর (১৮) ও ভ্যানচালক আশিক (২০)। তাঁরা দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন। 

আহত দুজন হলেন, শ্রাবণ (১৯) ও মোস্তফা কামাল (৫৫)। তাঁদের মধ্যে শ্রাবণ শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর মোস্তাফা কামাল দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। হতাহত সবাই দুপচাঁচিয়া উপেজলার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আশিকের অটো ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন সাগর। ভ্যানটিতে আরও তিনজন যাত্রী ছিলেন। পথে কাথাহালী এলাকায় পৌঁছালে ভ্যানের সামনের অংশ (হ্যান্ডেল) ভেঙে যায়। এ সময় ভ্যানযাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। 

এস আই শামীম বলেন, শজিমেকে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। তাদের মধ্যে অল্প সময় চিকিৎসাধীন অবস্থায় সাগর ও আশিক মারা যান। 

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত