বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনা মৃতরা হলেন, দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান সাগর (১৮) ও ভ্যানচালক আশিক (২০)। তাঁরা দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।
আহত দুজন হলেন, শ্রাবণ (১৯) ও মোস্তফা কামাল (৫৫)। তাঁদের মধ্যে শ্রাবণ শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর মোস্তাফা কামাল দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। হতাহত সবাই দুপচাঁচিয়া উপেজলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশিকের অটো ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন সাগর। ভ্যানটিতে আরও তিনজন যাত্রী ছিলেন। পথে কাথাহালী এলাকায় পৌঁছালে ভ্যানের সামনের অংশ (হ্যান্ডেল) ভেঙে যায়। এ সময় ভ্যানযাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
এস আই শামীম বলেন, শজিমেকে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। তাদের মধ্যে অল্প সময় চিকিৎসাধীন অবস্থায় সাগর ও আশিক মারা যান।