Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রধান এজেন্টের ওপর হামলা

নাটোর প্রতিনিধি

বাগাতিপাড়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রধান এজেন্টের ওপর হামলা

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের (মোটরসাইকেল প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুল ইসলামের (৪৭) ওপর হামলা চালানো হয়েছে। গতকাল রোববার রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম শরিফের লোকজন এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তবে ওই পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে গুরুতর অবস্থায় শহিদুল ইসলামকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় জখম হয়েছে।

এ বিষয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক অভিযোগ করেন, ‘গতকাল রোববার রাতে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বড় ভাই ও আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের কর্মী আমার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে বলেন। একপর্যায়ে তাঁরা আমার প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুলের বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এ সময় বাধা দিলে তাঁকে পিটিয়ে জখম করা হয়। এর আগে প্রচারের শুরুর দিকে আমার ওপর শরিফের কর্মীরা হামলা চালান। ওই ঘটনার বিচার হয়নি, এখন আমার কর্মীর ওপর হামলার ঘটনা ঘটল। এ ঘটনার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে আমার শঙ্কা তৈরি হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘আমি ও আমার কর্মীরা কেন্দ্রে এজেন্ট দেওয়ার কাজ নিয়ে দুই দিন ধরে ব্যস্ত আছি। আমার কোনো অনুসারী হামলার সঙ্গে জড়িত নয়।’

নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফ আলী সম্রাট বলেন, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মারধর করা হয়েছে। তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা