হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান নিরুদ্দেশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গত তিন সপ্তাহ ধরে নিরুদ্দেশ রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর থেকে চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন উপজেলা পরিষদে যাচ্ছেন না। কেউ তাঁকে খুঁজেও পাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, ‘উপজেলা চেয়ারম্যান কোথায় আছেন আমিও জানি না। তবে শুনেছি তিনি আমেরিকা যেতে পারেন।’ 

সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন বলেন, পরিষদের কাউকে না জানিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত। এত দিনে তাঁকে সোনাতলার কোথাও দেখা যায়নি। 

তিনি বলেন, ‘গত বছর চেয়ারম্যান এক মাসের ছুটি নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন। সেই সময় মন্ত্রণালয় থেকে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবার তিনি ছুটি নেননি এমনকি পরিষদের কাউকে কিছু জানাননি।’ 

উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের বড় ভাই ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুজ্জামান স্বপন বলেন, ‘আমাকেও কিছু জানাননি লিটন।’ 

মোবাইল ফোন বন্ধ রেখে কোথায় যেতে পারেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ কারণে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’ 

লিটনের স্ত্রী জহুরা খাতুন জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। 

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সাময়া বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আমাকেও কিছু জানাননি। তবে তিনি আমেরিকা গেছেন বলে শুনেছি।’ চেয়ারম্যান না থাকায় পরিষদের কাজের তেমন সমস্যা হচ্ছে না বলে ইউএনও জানান।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত