হোম > সারা দেশ > নাটোর

মাদকে-জুয়ায় সব শেষ, গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীর হাত কর্তন

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে মাদক আর জুয়ায় আসক্ত হয়ে সম্পদ প্রায় সব শেষ করেছেন আরিফ হোসেন (৫২)। এবার নেশার জন্য টাকা না পেয়ে কুপিয়ে স্ত্রী মোছা. আলেয়া বেগমের (৪৫) এক হাত কেটে ফেলেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর চণ্ডীগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আলেয়া বেগমের ভাগনে রকিবুল ইসলাম (২৪) বলেন, কিছুদিন আগে ৩ লাখ টাকায় কয়েকটি গরু বিক্রি করে নেশা ও জুয়ার আসরে শেষ করেন আরিফ হোসেন। এ নিয়ে পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো ফল হয়নি। বাড়ির বাকি গরু-ছাগল বিক্রি করে নেশার টাকা জোগাড় করা নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলেয়া বেগমের সঙ্গে ঝগড়া হয়।

রকিবুল ইসলাম আরও বলেন, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে বাঁ হাত কেটে ফেলেন। গুরুতর আহত আলেয়া বেগমকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আরিফ হোসেন একদিকে মাদকাসক্ত, সেই সঙ্গে নিয়মিত জুয়া খেলেন। বাড়ির গরু-ছাগল ও জিনিসপত্র বিক্রি করে নেশা ও জুয়ার টাকা জোগাড় করে নিঃস্ব হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় কেউ এখনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে