নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার উপজেলার আড়বার ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালন করে ভূমিহীন সংগঠন ‘নিজেরা করি’।
বক্তারা মানববন্ধনে বলেন, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও পুকুর খনন করা হচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
নিজেরা করি সংগঠনের লালপুর আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে লালপুর অঞ্চল কমিটির সদস্য রায়হান কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন লালপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আমিন উদ্দীন, লালপুর ভূমিহীন জেন্ডার সহিংসতা মনিটরিং কমিটির আহ্বায়ক জামেনা বেগম, বাগাতিপাড়া ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, নিজেরা করি বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।