Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১৭ জন খালাস

নাটোর প্রতিনিধি

নাটোরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১৭ জন খালাস

নাটোরের সিংড়ায় আরশেদ আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিকে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি অভিযুক্তদের খালাস দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া মিজানুর রহমান সিংড়ার শালিখা টলটলি পাড়া গ্রামের মৃত জটু প্রামাণিকের ছেলে। 

মৃত আরশেদ আলী উপজেলার শালিখা টলটলি পাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০২১ সালের ১৮ জুলাই সকালে আরশেদ আলী তাঁর চাচা নজরুল ইসলামের সঙ্গে কয়েকজন মিলে জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ মিজানুর লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে আরশেদ আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরশেদ মারা যান। 

এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন পলাতক আসামি মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশসহ গ্রেপ্তারি পরোয়া জারির নির্দেশ দেওয়া হয়েছে। 

আদালতের ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান একজনকে যাবজ্জীবন এবং ১৭ জনকে খালাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা