Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

সিংড়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৩ 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সিংড়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৩ 

নাটোরের সিংড়ায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ইজিবাইক চালক আব্দুল আজিজ (৩২) সিংড়া উপজেলার বিয়াস গ্রামের আইনাল হকের ছেলে। নিহত অপর যাত্রী আব্দুল কুদ্দুস কবিরাজ (৫০) একই উপজেলার পাকুরিয়া গ্রামের জফিল উদ্দিন কবিরাজের ছেলে। 

দুর্ঘটনায় আহতেরা হলেন—আব্দুল কাদের (৭০), জারু (২৫), কুরমান আলী (৪৫)। আহতদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ইজিবাইকচালক আব্দুল আজিজ সিংড়া উপজেলার বিয়াস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়া শহরে যাত্রা শুরু করে। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকচালক ঘটনাস্থলেই মারা যায়। আহত ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত যাত্রী আব্দুল কুদ্দুসকেও মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’ 

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাটোরে মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম

রাজশাহীতে সাঁওতালপাড়ায় হামলার প্রতিবাদ