Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

২০ বছর পর আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে আগামীকাল রোববার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

২০ বছর পর আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে আগামীকাল রোববার

দীর্ঘ ২০ বছর পর পাবনার আটঘরিয়ায় সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল রোববার দুপুর ২টায় উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে।

জানা যায়, সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন তাঁদের প্রার্থিতা প্রকাশ করে ব্যানার ও পোস্টারে ছেয়ে দিয়েছেন উপজেলা সদর, দেবোত্তরসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান। সম্মেলনে আগত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে দ্বিতীয় অধিবেশন শুরু করা হবে। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নূরুজ্জামান বিশ্বাস। সম্মেলনের উদ্বোধন করবেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শহিদুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল। 

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক হোসেন ও মো. শরিফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭