হোম > সারা দেশ > রাজশাহী

গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু ব্যবসায়ী বুলু মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়। 

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের বিচারক মো. রবিউল ইসলাম এই রায় দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় আরও চারজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাফিকুল ইসলাম (৩৭) ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। 

এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ভোলাহাট উপজেলার হাউপুরের আফজাল হোসেনের ছেলে আব্দুস সবুর (২৬), একই গ্রামের আতাউর রহমানের ছেলে কারিমুল (৩২), কাউন্সিলর মোড়ের মৃত আব্দুল গাফফারের ছেলে মো. বাচ্চু মিয়া (৪২), পুরাতন হাঁসপুকুর ধনিয়াপাড়ার মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. এরফান আলী (৩৭)। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গরুর বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে আসামিরা ২০১৭ সালের ২৫ জুলাই দুপুরে একটি আমবাগানে বুলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার দিনই নিহতের স্ত্রী মো. সমিজা বেগম বাদী হয়ে ১০ বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

পরে জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মাহবুব আলম ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারির নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

তিনি আরও বলেন, ১৮ জনের সাক্ষ্য গ্রহণ আর দীর্ঘ শুনানি শেষে বিচারক একজনকে মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আরও চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন