Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মুক্তিযুদ্ধে হত্যাকাণ্ডের দায়ে পান মৃত্যুদণ্ডাদেশ, ছদ্মবেশেও রক্ষা পেলেন না আসামি

নাটোর প্রতিনিধি

মুক্তিযুদ্ধে হত্যাকাণ্ডের দায়ে পান মৃত্যুদণ্ডাদেশ, ছদ্মবেশেও রক্ষা পেলেন না আসামি

মুক্তিযুদ্ধের সময় যশোরে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে গত ২৫ জুন মো. ফসিয়ার রহমানকে (৬৫) মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্ন স্থানে ঘুরছিলেন ছদ্মবেশে। এরপরও শেষ রক্ষা হলো না তাঁর। আজ বুধবার নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

ফসিয়ার রহমানের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি যশোরে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। এ ছাড়া তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। 

ফসিয়ার রহমানকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘অভিযানে র‍্যাব-৫ এর সঙ্গে র‍্যাব-৬ এর সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারের পর ফসিউরকে র‍্যাব-৬ এর কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

র‍্যাব কমান্ডার ফরহাদ জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যশোরে ৬ জনকে হত্যা, অপহরণ, নির্যাতন, আটকসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ছিলেন ফসিউর। আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ তাঁরসহ ৪ জনের অপরাধ প্রমাণিত হয়। গত ২৫ জুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ফসিউরসহ ৪ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। 

মৃত্যুদণ্ডের আদেশের পর থেকে ফসিউর বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন ছিলেন। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে তাঁকে লালপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব কমান্ডার ফরহাদ।

ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, মামলার পর ছেলে গ্রেপ্তার

বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

বাঘায় ট্রাকচাপায় শিশু নিহত

সাঁথিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অংশীদারত্ব নিয়েই গাছ কাটা শুরু করেছে প্রাণ

পাবনায় পূর্ববিরোধের জেরে যুবক খুন

বারিন্দ মেডিকেলে সমন্বয়কেরা অবরুদ্ধ: শিক্ষক-সাংবাদিকসহ ৯ জনকে আইনি নোটিশ

রাজশাহীতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা

প্রতারণার মামলায় সাবেক নারী ভাইস চেয়ারম্যান কারাগারে