হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নৌকাকে ডুবিয়ে জয়ী হলেন নতুন বাদশা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর-২ (সদর) আসনে নৌকা নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা তিনবার এমপি নির্বাচিত হলেও এবার আর হলো না। তার নৌকাকে ডুবিয়ে দিলেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। ২৩ হাজার ৪৪০ ভোটের বিশাল ব্যবধানে প্রথমবার এমপি পদে নির্বাচন করা শফিকুর রহমানের কাছে ধরাশায়ী হলেন প্রবীণ রাজনীতিক ফজলে হোসেন।

রোববার ভোটগ্রহণের পর রাত পৌনে ৯টায় রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রজেক্টর এর পর্দাই ভোটের এই ফল দেখানো হয়। এতে দেখা গেছে, কাঁচি প্রতীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ ভোট। আর নৌকা প্রতীকে ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট।

ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা ২০০৮ সালে জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও তিনি নৌকা প্রতীক পান। তবে সেবার প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনাভোটে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনেও ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হন। এই তিনটি নির্বাচনেই স্থানীয় আওয়ামী লীগ তার পাশে ছিল। 

তবে ব্যতিক্রম এবার। আওয়ামী লীগের নৌকায় উঠে ফজলে হোসেন বাদশা বারবার এমপি হলেও এ দলের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক না রাখার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। জোটের রাজনীতিতে ফজলে হোসেন বাদশা এবার নৌকা পেলেও স্বতন্ত্র প্রার্থী হন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা। মহানগর আওয়ামীলীগ সভা করে তাকে সমর্থন জানায়। তবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ তার অনুসারীরা ফজলে হোসেন বাদশার পক্ষে ছিলেন। কিন্তু ওয়ারকার্স পার্টি আর ডাবলু সরকার অনুসারীদের ভোটে জিততে পারলেন না ফজলে হোসেন বাদশা।

রাজশাহী-২ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ১৪ দলীয় জোটের আরেক শরিক জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী মশাল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৪ ভোট। এছাড়া বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোটের ইয়াসির আলিফ বিন হাবিব ছড়ি প্রতীকে ৩০৮ ভোট, বিএনএমের প্রার্থী কামরুল হাসান নোঙ্গর প্রতীকে ২২৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মারুফ শাহরিয়ার ডাব প্রতীকে ৪০৭ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীকে ১ হাজার ৮২৬ ভোট পেয়েছেন। 

রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ১১২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটারের তুলনায় ভোট পড়েছে ২৬ দশমিক ৪৯ শতাংশ।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন