সিরাজগঞ্জের কাজীপুরে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।
এর আগে আজ সকালে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন জেলার কাজীপুর উপজেলার তাতুয়াহাটা গ্রামের কাইয়ুম ও চরকাদাহ গ্রামের জহুরুল ইসলাম।
এ নিয়ে কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জেলা পারিবারিক আদালত থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাঁরা পলাতক ছিলেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ সকালে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।