হোম > সারা দেশ > পাবনা

নিখোঁজের পরদিন জলাশয় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে আব্দুল মজিদ (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ। গতকাল রোববার রাতে নিজের চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। আজ সোমবার বিকেল ৬টার দিকে বাড়ির পাশের এক জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আব্দুল মজিদ পৌরসভার রেললাইন পাড়ার আরিফ সরদারের ছেলে। পেশায় তিনি একজন চা বিক্রেতা। ঠিকমতো চোখে দেখতে পান না তিনি। পুলিশের ধারণা, ওই লোকটি চোখে ঠিকমতো দেখতে না পাওয়ায় রাতে বাড়ি ফিরতে গিয়ে জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজের চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন বৃদ্ধ আব্দুল মজিদ। সারাদিন খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পাওয়া যায়নি। আজ বিকেলে বাড়ির পাশের জলাশয়ে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধ লোকটি রোববার রাতের বেলায় কোনো এক সময় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্নও নেই। এ ঘটনায় মৃতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার