হোম > সারা দেশ > জয়পুরহাট

বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারি চালিত অটো-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দাদা নজরুল ইসলাম (৬৫) ও নাতি শাকিব হোসেন (৫) নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাজাত-মহিরুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নিহত নজরুল ইসলাম কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা উত্তরপাড়া গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে এবং নাতি শাকিব হোসেন একই গ্রামের মাহমুদুল হোসেনের ছেলে। 

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম তাঁর নাতি শাকিবকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া গ্রামে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মোলামগাড়ী-পাঁচশিরা সড়কে নিজ গ্রাম কালাই উপজেলার শিকটা গ্রামে ফিরছিলেন। পথে উপজেলার বাজাত-মহিরুম এলাকায় কালাইয়ের দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটো-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রী দাদা নজরুল ইসলাম ও নাতি শাকিব নিহত হয়। 

স্থানীয় ইউপি সদস্য মোর্শেদুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম তাঁর মেয়ের বাড়ি ধাপেরহাট গ্রাম থেকে পাঁচ বছরের নাতিকে নিয়ে অটো-ভ্যানে বাড়িতে ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা নিহত হয়।’ 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ 

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি