হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ছাত্রদের ওপর হামলা: আ.লীগ নেতাসহ ২৯ জনের নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারসহ ২৯ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ শাখার সমন্বয়ক সাব্বির খন্দকারের বাবা সাইফুল ইসলাম খন্দকার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গত ৪ আগস্ট তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন, যুগ্ম সম্পাদক পার্থ সারথি ঘোষ, উপজেলা ছাত্রলীগ সদস্য ইলিয়াস হোসেন, তাড়াশ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর, তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিদ্যুৎ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে আমার ছেলে (মামলার বাদী) সাব্বির খন্দকার তাড়াশ থানার সমন্বয়কের দায়িত্ব পালন করে। গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে তাড়াশ জিকেএস প্রাথমিক বিদ্যালয় ছাত্ররা জমায়েত হলে আসামিরা দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ, পিস্তল, ককটেল, লাঠিসোঁটা নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়।

হামলায় রিন্টু তালুকদার, শাহীন, মোহাম্মদ, রেজাউল খন্দকার, অনিক প্রামানিক, হাসির খন্দকারসহ অনেকে আহত হন। হামলার কারণে ছাত্ররা ছত্রভঙ্গ হলে আসামিরা তাড়াশ থানাপাড়া এলাকার আবুল হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় মামলাটি করা হয়।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে