হোম > সারা দেশ > রাজশাহী

শাজাহানপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর উপজেলায় রহস্যজনকভাবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় ওই দম্পতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন ওই দম্পতি। সেখানেই এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানী পরানবাড়িয়া গ্রামের গাছ ব্যবসায়ী মিঠু মিয়া (৪০) এবং তাঁর স্ত্রী আফরোজা বেগম (৩৫)। আজ সকালে শ্রমিকদের নিয়ে জয়পুরহাট জেলায় গাছ কাটতে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন গাছ কাটার শ্রমিকেরা। 

বাড়ির মালিক শফিকুলের স্ত্রী মতিয়ারা বেগম বলেন, ‘মিঠু তাঁর স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে বসবাস করেন। মিঠুর স্ত্রী আফরোজা ডায়াবেটিস, হার্টসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।’ 

মতিয়ারা বেগম ও প্রতিবেশীরা বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে মিঠু ডেকে বলেন তাঁর স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমি এবং কয়েকজন প্রতিবেশী মিঠুর ঘরে গিয়ে দেখি আফরোজা বিছানায় পড়ে মৃতপ্রায় অবস্থায় আছে। আমরা মিঠুকে ডাক্তার ডাকার জন্য বলি। মিঠু তখন খাটের পাশে বসে পড়ে এবং অসুস্থ হয়ে যায়। তাঁর হাত-পা বাঁকা হয়ে আসছিল। সকাল ৯টার দিকে আমরা মিঠু ও তাঁর স্ত্রীকে হাসপাতালে পাঠাই।’ 

গাছকাটা শ্রমিক মাসুম আলী ও মেহেদুল ইসলাম বলেন, ‘সকাল ৭টার দিকে আমরা মিঠুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি জয়পুরহাট জেলায় গাছ কাটতে যাওয়া লাগবে কি না। মিঠু আমাদের চলে আসার জন্য বলেন। সকাল ৯টার দিকে আমরা আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে এসে মিঠুকে আবারও কল দিলে এক মহিলা কণ্ঠে আমাদের বলে, মিঠু ও তাঁর স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন।’

তাঁরা আরও বলেন, ‘আমরা দ্রুত সেখানে যাই এবং আমাদের সঙ্গে থাকা অটোরিকশায় মিঠু ও তাঁর স্ত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিই। এ সময় চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’ 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত আমরা অস্বাভাবিক মৃত্যু হিসেবে ঘটনাটি দেখছি। ডাক্তারও এই মুহূর্তে কিছু বলতে পারছেন না। লাশ ময়নাতদন্তের জন্য রেখেছি। এ ঘটনা আমরা তদন্ত করছি। মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি।’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি