হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে উত্তরের পথে গাড়ির চাপ

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রাতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (২টা ৪০ মিনিট) উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ রয়েছে। যানবাহনের চাপে কিছু কিছু সময় ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

হাইওয়ে পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা যানজট এড়াতে কাজ করছেন।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মহাসড়কে যানবাহনের অনেকটা চাপ ছিল। তবে ভোর থেকে যানবাহনের চাপ আবার কমেছে। স্বাভাবিকের চেয়ে কিছু বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই।’

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ভোর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা-পুলিশের ৮ শতাধিক সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে রয়েছেন।’

সেতু কর্তৃপক্ষ বলছে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক দিনে প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা দাঁড়ায় ৩৫-৪৫ হাজারে। এই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। তবে এবার মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার ও নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এ কারণে এখনো পর্যন্ত এই মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া গত ২৪ জুন ২৮ হাজার ৩৯৮টি ও ২৫ জুন ২৯ হাজার ৮৫৭টি যানবাহন পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার