হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ-সম্পাদক সজীব

রাবি প্রতিনিধি 

ফুয়াদ রাতুল-সজীব আলী। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ফুয়াদ রাতুলকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী সজীব আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংগঠনের ১৭তম কাউন্সিল বৈঠকে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

কমিটির সদস্যরা হলেন আতিক আজমাইন, মারুফ হাসান জিসান, শ্রেয়সী উদীপ্তি, মনিমুল হক, মো. আশিকুর রহমান, রঞ্জু শেখ, মিজানুর রহমান, মো. নিশাদুজ্জামান আকাশ, মোহাম্মদ মিনহাজ প্রামাণিক, মুনতাসীর তাসিন ও সাজ্জাদুজ্জামান নাবিল।

কাউন্সিল বৈঠকে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনকে ব্যয়বহুল করা, আসন কমানোর মাধ্যমে উচ্চশিক্ষা সংকোচন, আবাসন সংকট নিরসন না করে শিক্ষার্থীদের জিম্মি করে রাখাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

বক্তারা শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামকে অভিবাদন জানান। সেই সঙ্গে বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষাব্যবস্থার জন্য পুঁজিবাদী বিশ্বব্যবস্থাকে এবং শাসনক্ষমতায় থাকা সরকারব্যবস্থাকে দায়ী করেন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘এক সংকটময় মুহূর্তে আমরা এই কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করেছি। দেশের যেকোনো সংকটে শিক্ষার্থীরাই সব সময় অগ্রগামী ভূমিকা পালন করেছেন। এই ভূমিকা পালন করতে গিয়ে যুগে যুগে বীরকন্যা প্রীতিলতা, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, ক্ষুদিরাম, সূর্য সেন, আবু সাঈদ, আনাসদের মতো বীরদের জন্ম হয়েছে। আমরা তাঁদেরই উত্তরসূরি। শিক্ষার সামগ্রিক সংকটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে